ভালোবাসা দিবসে ভালোবাসার গান আর গল্প
১২ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৮
ভালোবাসা দিবসে ভালোবাসার গান আর গল্প। শোনাবেন দেশের দুই প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী— রাশেদুল আলম প্রদীপ ও বিজন চন্দ্র মিস্ত্রী। শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি নজরুল সংগীত শিল্পী হিসেবে দু’জনই সমধিক পরিচিত।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘কথা ও সুরে ভালোবাসার গান’ শিরোনামে এই সংগীত সন্ধ্যার আয়োজন করেছে ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।
এই আয়োজন নিয়ে সংগীতশিল্পী রাশেদুল আলম প্রদীপ সারাবাংলাকে জানালেন, ‘আইজিসিসি সবসময় আমাদের দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দেয়। যার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় দেখেছি যে, বাংলাদেশের উদীয়মান এবং যারা শুদ্ধ সংগীত চর্চা করে, তাদের প্রচুর সুযোগ করে দিচ্ছে আইজিসিসি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমার জন্য সৌভাগ্য যে আমি তাদের এই উদ্যোগের সঙ্গী হতে পেরেছি। বাংলাদেশের যে সমকালীন সংগীত চর্চাটা হচ্ছে সেখানে শুদ্ধভাবে উপস্থাপন করার ক্ষেত্রে আমারও অবদান থাকবে। আমরা চেষ্টা করছি শুদ্ধ উচ্চারণ ও যথাযথ গায়কীতে এই পরিবেশনাটা করতে। যদিও আমাদের দু’জনেরই পড়াশুনা নজরুল সংগীত নিয়ে। তারপরও আমরা সবধরনের গান পরিবেশন করব।’
সংগীতশিল্পী রাশেদুল আলম প্রদীপ ও সংগীতশিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী
সংগীতশিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী বললেন, ‘এটা আমাদের ভালোবাসার গানের অনুষ্ঠান। কথা ও সুরে ভালোবাসার গান। আমরা এটাকে সাজিয়েছি সব ধরনের ভালোবাসার গান দিয়ে। রবীন্দ্র-নজরুলের গানের পাশাপাশি শচীন দেব বর্মন, মান্না দে, মানবেন্দ্র, জটিলেশ্বর মুখোপাধ্যায়, সুবীর নন্দীসহ অনেকের গানই আমরা পরিবেশন করব।’
মিলনায়তনে ধারণক্ষমতা অনুযায়ী সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র বিজন চন্দ্র মিস্ত্রী ভারতীয় হাই কমিশন ভালোবাসার গান ভালোবাসার গান আর গল্প রাশেদুল আলম প্রদীপ