Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন জুলু সংগীতশিল্পী জোসেফ শাবালালা


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৭ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৫

আফ্রিকার ঐতিহ্যবাহী জুলু সংগীতকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া শিল্পী জোসেফ শাবালালা মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শাবালালার ম্যানেজারের বরাতে এ খবর নিশ্চিত করেছে বিবিসি।

৭৮ বছর বয়সী শাবালালা দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জোসেফ শাবালালা সমধিক পরিচিত গানের দল লেডিস্মিথ ব্লাক মামবাজোর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে। লেডিস্মিথ ব্লাক মামবাজো এ যাবত পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেছে। এছাড়াও তারা ফিচার করেছে পল সিমন্সের গ্রেসল্যান্ড অ্যালবাম। ওই অ্যালবাম ইউকে টপ চার্টের ১৫তম অবস্থানে ছিল।

১৯৪১ সালে জোসেফ শাবালালা দক্ষিণ আফ্রিকার লেডিস্মিথ শহরের টুগেলায় জন্ম নেন। আট ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়।

জুলু সংগীতশিল্পী জোসেফ শাবালালা লেডিস্মিথ ব্ল্যাক মামবাজো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর