Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ ফিরছেন


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৭

২০১৮’র কথা। শাহরুখ খান অভিনীত ‘জিরো’ সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়নি। এরপর থেকে একেবারেই চুপচাপ ছিলেন শাখরুখ। আর কোন সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি তাকে। তবে চলতি বছরের শুরুতেই সিদ্ধান্ত পাল্টালেন। পরিচালক রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকের পরিচালনায় নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

রাজ ও ডিকের ছবিতে শাহরুখ খানের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। সম্প্রতি এই দুই পরিচালক সেই কথাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানালেন, ‘আমাদের স্ত্রিপ্ট পছন্দ করেছেন শাহরুখ। তাই এতে অভিনয় করার আগ্রহ পেয়েছেন। এখন শুটিংয়ের দিন নির্ধারণ করবেন তিনি।’

বিজ্ঞাপন

কৃষ্ণ ডিকে বলেন, ‘স্ক্রিপ্টের পেছনে আমাদের দীর্ঘদিনের শ্রম আছে। সিনেমার কাহিনী আমাদের মতো শাহরুখেরও ভীষণ পছন্দ হয়েছে। এই কাহিনী নিঃসন্দেহে দর্শকদের শিহরণ জাগাবে।’

চলতি বছরের গতমাসে (জানুয়ারি) রাজ ও ডিকে পরিচালক জুটি শাহরুখের সঙ্গে নতুন সিনেমায় কাজ করার কথা জানিয়ে বলেন, ‘আমাদের সঙ্গে কাজ করতে আপত্তি জানাননি শাহরুখ। সিনেমার স্ত্রিপ্ট এককথায় অসাধারণ। তাই শাহরুখ তার অবস্থানে অনড় আছেন।’

ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ দিয়ে পরিচালক জুটি রাজ ও ডিকে বেশ ভালো জনপ্রিয়তা পান। এছাড়া ‘স্ত্রী’ তাদের অন্যতম ব্যবসাসফল সিনেমা। শোনা যাচ্ছে, রাজ-ডিকে জুটি পরিচালিত নতুন সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা যাবে।

শাহরুখ খান শাহরুখের নতুন সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর