Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিশা-তৌসিফের থ্রি সিক্সটি ডিগ্রি লাভস্টোরি


১০ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৫

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে এবং হচ্ছে বেশকিছু নাটক আর টেলিফিল্ম। ভোলোবাসা দিবসকে মাথায় রেখে ফাহরিয়ান চৌধুরী তন্ময় নির্মাণ করেছেন ‘লাভ স্টোরি ৩৬০’। নাটকটিতে জুটিবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও তৌসিফ মাহবুব।

‘লাভ স্টোরি ৩৬০’ পরিচালনার পাশাপাশি কাহিনিও লিখেছেন ফাহরিয়ান চৌধুরী তন্ময়।

পরিচালক তন্ময় বলেন, ‘নাটকটি রোমান্টিক ঘরানার। নাটকটি দেখা শুরুর করলে মনে হবে কাহিনি একভাবে শেষ হবে কিন্তু আসলে সেভাবে শেষ হবে না। তাই শেষ পর্যন্ত না দেখলে নাটকটির গল্প বোঝা যাবে না।’

ইতোমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকে তৌসিফ-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন পিরজাদা হারুন, মামুন, নাদিয়া, রানা।  নাটকটির প্রযোজনা করছে ভিজ্যুয়ালসিন এন্টারটেইনমেন্ট।

‘লাভ স্টোরি ৩৬০’ নাটকটি আগামী ১৩ই ফেব্রুয়ারি রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে। প্রযোজনা সংস্থার ইউটিউবে এটি উন্মুক্ত করা হবে।

তৌসিফ মাহবুব নুসরাত ইমরোজ তিশা লাভ স্টোরি ৩৬০

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর