চট্টগ্রামে ‘জাতির পিতা ও প্রধানমন্ত্রী’র দীর্ঘ প্রতিকৃতি
১০ ফেব্রুয়ারি ২০২০ ১০:০০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪২
রবিবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৩ ফুট দীর্ঘ প্রতিকৃতি’র প্রদর্শনী।
এইদিন বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। চট্টগ্রামের জেলা প্রশাসক এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো: ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পসমালোচক ও গবেষক আবুল মনসুর, বাংলাদেশ চারুশিল্প সংসদের সাধারণ সম্পাদক শিল্পী কামাল পাশা চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউটের সাবেক পরিচালক সায়লা শারমিন।
শিল্প-সংস্কৃতির বিকাশে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে বর্তমান প্রজন্মের কাছে পৌছে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে। জাতির পিতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৩ ফুট দীর্ঘ প্রতিকৃতি’র দেশব্যাপী প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ জানুয়ারি থেকে কক্সবাজার সমূদ্র সৈকতে ৭ দিনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২১ ফেব্রুয়ারি পযর্ন্ত।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি জাতির পিতা ও প্রধানমন্ত্রী’র দীর্ঘ প্রতিকৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিল্পকলা একাডেমি