Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চে মুক্তিযুদ্ধ ও নাট্যমঞ্চ রেপার্টরি’র ‘আলো নিরুত্তর’


৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৮

চট্টগ্রামের নাট্যদল ‘নাট্যমঞ্চ রেপার্টরি’র প্রযোজনা মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনাভিত্তিক নাটক ‘আলো নিরুত্তর’। প্রখ্যাত সাহিত্যিক সুচরিত চৌধুরী’র গল্প অবলম্বনে ‘আলো নিরুত্তর’ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রবিউল আলম।

মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া চট্টগ্রামের একটি বাস্তব ঘটনা নিয়ে ‘আলো নিরুত্তর’ রচিত। মুক্তিযুদ্ধের সূচনালগ্নের ঘটনা বিধৃত হয়েছে নাটকটিতে। পুত্র, পুত্রবধু, সদ্য বিবাহিতা নাতনী ও তার স্বামী এবং কিশোর নাতিকে নিয়ে বৃদ্ধ দাদুর সংসার। এই পরিবারটি মুক্তিযুদ্ধের সূচনালগ্নেই সাম্প্রদায়িকতার বিষবাস্পে ঝলসিত হয়। ইতিহাসের সাক্ষী বৃদ্ধ দাদু যখন সবাইকে নিয়ে ভিটে আগলে প্রতিরোধ করতে যায়, তখন তাকে চরম প্রতিদান দিতে হয়।

এই রকম উৎকণ্ঠা, দ্বন্দ্ব, ঘাত-প্রতিঘাত এবং দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্তের নাটক ‘আলো নিরুত্তর’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আযরাহ দীপান্বিকা তিতলি, সাবিরা সুলতানা বীণা, ফারিন মাহমুদ টুশি, সুজিত দাশ বাপ্পী, শাহীনূর সরোয়ার, মোহাম্মদ আলী টিটো, মোশাররফ হোসেন দোভাষ, জেসমিন জেসিকা জুঁই, আলাউদ্দিন খোকন, আরিফুল ইসলাম শাওন ও জাহেদুল আলম। আলো নিরুত্তরের মঞ্চ পরিকল্পনায় সুজিত দাশ বাপ্পী, আবহ দেবাশীষ রায়, আবহ সঞ্চালনায় সীমান্ত বড়ুয়া, আলোক পরিকল্পনায় আসিফ ইবনে ইউসুফ, প্রযোজনা অধিকর্তা তিলক বড়ুয়া এবং কারিগরি সহযোগিতায় ফিরোজ আলম সবুজ ও জালাল উদ্দিন।

‘আলো নিরুত্তর’র পঞ্চম মঞ্চায়ন আজ (ররিবার) নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যা ৭টায়।

আলো নিরুত্তর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম নাট্যমঞ্চ রেপার্টরি রবিউল আলম সুচরিত চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর