সাদী গাইবেন সপ্তসুরে
৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০২
সাদী মহম্মদ- দেশের গুণী রবীন্দ্রসংগীত শিল্পী। যার কন্ঠ মাধুর্য ছুঁয়ে যায় সব বয়সী শ্রোতাদের। আজ তিনি গান গাইবেন এক বৈঠকী আসরে। শুধু গান নয় শোনাবেন তার নিজের গল্প। সঙ্গে কথা বলবেন তার রবীন্দ্রভুবন নিয়েও।
সপ্তসুর’র আয়োজনে গল্পে গানে আড্ডায় এই আসর বসবে ধানমন্ডি ক্লাবের ভি আই পি লাউঞ্জ (মেট্রো শপিং মলের লেভেল ৬)-এ সন্ধ্যা ৬ টায়। এটি সপ্তসুর’র ৩য় প্রযোজনা।
এই আয়োজন নিয়ে সাদী মহম্মদ সারাবাংলাকে জানালেন তার অনুভূতি, ‘আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় হচ্ছে শান্তিনিকেতন। আমি রবীন্দ্রনাথকে নিয়ে আছি। তিনিই আমায় বাঁচিয়ে রেখেছেন। আজ তাই শোনাব শুধু রবীন্দ্রনাথকে নিয়ে’।