Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে চলচ্চিত্র উৎসব ‘আমাদের সিনেমা’


৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে চলচ্চিত্র উৎসব ‘আমাদের সিনেমা’। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া উৎসবটি চলবে আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে এ আয়োজন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

উৎসবে ২০১৯ সালে মুক্তি পাওয়া দর্শক সমাদৃত ও আলোচিত সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথমদিন সকাল ৯টায় দেখানো হবে ‘আলফা’, ১১টায়  ‘হৃদয়ের রংধনু’ ও  দুপুর ১টা ১৫ মিনিটে ‘ফাগুন হাওয়ায়’ দেখানো হবে। দ্বিতীয়দিন সকাল ১১টায় ‘ আহত ফুলের গল্প’ ও দুপুর ১টা ১৫ মিনিটে  ‘ইতি তোমারই ঢাকা’। উৎসবের শেষদিন সকাল ৯টায়ো দেখানো হবে ‘ইতি তোমারই ঢাকা’। একইদিন দুপুর ১২টায় দেখানো ‘ন ডরাই’।

বিজ্ঞাপন

এছাড়া শেষদিন ‘চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রামাণ্যচিত্র’র প্রদর্শনী হবে সকাল ১০টায়। সেদিন আরও থাকছে সকাল ১০টায় ‘How to be done an Indie Film: Director’s Statement’। উক্ত সেমিনারের সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১১ ফেব্রুয়ারী দুপুর ২ টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে ‘আমাদের সিনেমা’র।

আলফা আহত ফুলের গল্প ইতি তোমারই ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ন ডরাই ফাগুন হাওয়ায় হৃদয়ের রংধনু