সাইফ আলী ও আলী আব্বাসের সাথে আমিরা
৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৫
বিশ্বের সেরা ভিডিও প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী বলা হয় আমাজন প্রাইমকে। দুটি প্রতিষ্ঠানই বিশাল অংকের বিনিয়োগ করছে ভারতে। এ বছর আমাজন প্রাইমের অনেকগুলো সিরিজ আসবে। এর মধ্যে রয়েছে সাইফ আলী খান অভিনীত ‘তন্দভ’। আলী আব্বাস জাফর পরিচালিত ওয়েব সিরিজটিতে সাইফের নায়িকা হবেন আমিরা দস্তুর।
আমিরা বলিউড হাঙ্গামাকে খবরটি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমি একটি রাজনৈতিক থ্রিলার করছি। যেটির পরিচালক আলী আব্বাস জাফর। এর দুর্দান্ত চিত্রনাট্য আমাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছিলো। সাইফ হচ্ছেন আমাদের সময়ের অন্যতম নিখুঁত অভিনেতাদের একজন। তিনি আমাদের মানচিত্রকে বিশ্বে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। সাইফ ছাড়া থ্রিলারটিতে সুনীল গ্রোভার,গৌহর খান এবং জিশান আইয়ুবের মত দারুণ অভিনেতারাও রয়েছেন। গল্পটিও আকর্ষণীয়। সবমিলিয়ে আমি হ্যাঁ বলেছি।’
কীভাবে সিরিজটিতে অভিনয়ের প্রস্তাব এলো? আমিরা বলেন, ‘প্রথমে আলী স্যারের টিম থেকে একটি ফোন কল পাই। তখনই আগ্রহী হই। আমি পরে জানতে পারি গল্পটিও আলী স্যার লিখছেন। এটি রাজনীতি নিয়ে, যেখানে আমাদের সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। বর্তমান সময়ে আমাদের চারপাশে যাই ঘটুক না কেন সবারই দৃষ্টি থাকে বিশ্ব রাজনীতিতে কী ঘটছে। সিরিজটিতে অভিনয় করে আমার রাজনীতি নিয়ে জ্ঞান প্রসারিত হয়েছে।’
তিনি জানান, এটি একটি দশ পর্বের সিরিজ। যেখানে চরিত্ররা বিভিন্ন পর্বে একে একে আসতে থাকে। এটি আপাতত দৃষ্টিতে ধূসর একটি সিরিজ হলেও এর পরতে পরতে রয়েছে উত্তেজনা।’
আমিরার এটিই প্রথম ওয়েব সিরিজ নয়। ‘দ্য ট্রিপ’ নামে আরেকটি সিরিজ করেছিলেন এর আগে। ‘তন্দভ’র পরে আমাজনের আরও একটি সিরিজে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।