কলকাতায় শো, শুটিং শেষ না করে চলে গেলেন শ্রাবন্তী
৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২২
শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমার গানের শুটিং ছিলো বৃহস্পতিবার। ‘বিচার চাই’ শিরোনামের গানটির শুটিং হচ্ছে এফডিসির প্রশাসনিক ভবনের সামনে। এতে অংশ নিচ্ছেন শান্ত খান ও শ্রাবন্তী। শ্রাবন্তী দুপুরের খাবারের পর শটও দেন। কিন্তু তিনি সাড়ে তিনটার দিকে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে চলে যান শুট শেষ না করেই। কেন এমন চলে যাওয়া? সেখানে উপস্থিত সারাবাংলার প্রতিবেদক জানতে চান পরিচালকের কাছে।
পরিচালক রনি বলেন, ‘প্রশাসনিক ভবনের পর ৯ নম্বরের সামনে শহীদ মিনারের সেটে ওনার শট নিতে পারলে ভালো হতো। যেটা আর পরে চাইলেও নেওয়া সম্ভব হবে না। কিচ্ছু করার নেই। ওনার শিডিউল শেষ। আর একটু আগে ছাড়তে হলো, কারণ এখন না বেরোলে শোটা ধরতে পারবে না।’
শ্রাবন্তীর স্বামী রোশান সিং সারাবাংলাকে বলেন, শো’টা আজকে (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) রাতেই। সন্ধ্যা ছয়টায় ফ্লাইট আমাদের। ফ্লাইট থেকে নেমে দুঘণ্টা গাড়িতে করে যেতে হবে। তাই তাড়াহুড়ো করতে হলো।
‘বিক্ষোভ’ নির্মিত হচ্ছে শিক্ষার্থীদের সাম্প্রতিক সড়ক আন্দোলন নিয়ে। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শুটিং চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর একটি গানের শুটিং বাকি থাকবে। ছবিটি রোজার ঈদে মুক্তি পাবে বলে জানালেন পরিচালক।