একুশের বন্দনায় সন্দীপন
৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৭
এবার ২১শে ফেব্রুয়ারি নিয়ে গান করলেন ‘সন্দীপন’। প্রসেনজিৎ ওঝা’র কথায় ‘আমার একুশ’ শিরোনামে গানটি আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত হচ্ছে ‘স্টুডিও প্রোটিউন বিডি’র ইউটিউব চ্যানেলে।
প্রোটিউন’র ব্যানারে নির্মিত গানটির সুর করেছেন প্রসেনজিৎ ও শোভন। শোভন রায় এ গানটিতে সংগীতায়োজনের পাশাপাশি মিউজিক ভিডিওটাও নির্মাণ করেছেন।
এ গান সম্পর্কে সন্দীপন জানালেন, ‘এটা একুশকে বন্দনা করেই একটি গান। একুশ যে আজ সারা পৃথিবী জয় করেছে, সে বার্তাটাই ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি আমরা। এর আগে কখনই একুশকে নিয়ে এরকম একটি গান গাওয়ার সুযোগ আমার হয়নি। ভিডিওটাও বেশ যত্নের সঙ্গেই করা হয়েছে। আমার প্রত্যাশা এই গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণযোগ্যতাও পাবে’।
আমার একুশ প্রসেনজিৎ ওঝা প্রোটিউন শোভন রায় সন্দীপন স্টুডিও প্রোটিউন বিডি