বয়স হলো দশ
২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ইমি ও ম্যাক্স যখন জন্মায় সারা দুনিয়ায় তখন আলোড়ন পড়ে গিয়েছিল। পশ্চিমা শোবিজ ম্যাগাজিনগুলো রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিলো এই জমজের ছবি পেতে! এর কারণ অবশ্যই এদের পিতা-মাতার স্টারডম। জেনিফার লোপেজ আর মার্ক অ্যান্থনির এই জোড়া সন্তান গতকাল পা দিয়েছে দশ বছরে।
সংসার ভেঙ্গে গেলেও এই দুজন যে সন্তানের প্রতি বেশ দায়িত্বশীল তা বুঝা গেলো ইমি ও ম্যাক্সের জন্মদিনে। শত ব্যস্ততার মাঝেও গতকাল দিনটি একসঙ্গে কাটিয়েছেন ভীষন জনপ্রিয় এই দুই পপ তারকা। সন্তানদের বেড়ে উঠার একটি ভিডিও শেয়ার করেছেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্রুনো মার্সের ‘জাস্ট দ্য ওয়ে ইউ আর’ গানটিকে দিয়ে বানানো এই ভিডিওটি ভক্তরাও বেশ সাদরেই গ্রহণ করেছে।
ভিডিওর বর্ণনায় জেনিফার লোপেজ লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হয় যে এই দুইটা শক্তি ১০ বছর আগে আমার পৃথিবীতে প্রবেশ করেছে এবং জীবনটাই পরিবর্তন করে দিয়েছে। তোমরা আমার আত্মাকে শান্তিতে ভরিয়ে দিয়েছ এবং বেঁচে থাকাকে আরও বেশি আনন্দময় করে তুলেছ।’
এই অভিনেত্রী ও গায়িকা আরো লিখেছেন, ‘জীবন, ভালোবাসা আর নিজের সম্পর্কে তোমরা এমনভাবে আমাকে শিখিয়েছো যে আমি কল্পনাও করতে পারিনি। এই সুন্দরমুখগুলোর সঙ্গে আজীবনের জন্য ভালোবাসায় বাঁধা পড়ে গেছি।’ জেলোর লেখাটি মার্ক অ্যান্থনিও শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রামে।
সারাবাংলা/টিএস
https://www.instagram.com/p/BfhGWeuFeB2/?taken-by=jlo