সুপার বোলে বিশ্বটাকে হেলিয়ে দিলেন সাকিরা-জেএলও (ভিডিও)
৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৯
সুপার বোলের মধ্য বিরতিতে বিশ্বকে হেলিয়ে দিয়েছেন সাকিরা ও জেনিফার লোপেজ-জেএলও। শক্তিময় নাচের পারফরম্যান্সে যৌথভাবে মিডিয়ার টপ হেডলাইনে উঠে এসেছেন এই দুই হার্টথ্রব গায়িকা।
‘হোলা, মিয়ামি’ বলে যখন মঞ্চে পা রাখলেন সাকিরা, কম্পন ওঠে গোটা স্টেডিয়ামে। আর বিশ্বজুড়ে টিভি স্ক্রিনগুলোতেও। যে যেখানে বসেই লাইভ শো দেখছিলেন তাদের চোখ আটকে গেলো সাকিরার দেহবল্লরীতে। আর সেই যাদুময় কণ্ঠে। কলোম্বিয়ান বংশোদ্ভুত এই তারকার নাচে প্রদর্শিত হলো এক অনন্য শক্তিমত্তা। সাথে ‘এম্পায়ার’ এ তার বাজানো সেই গিটারের ঝঙ্কারও শুনিয়ে দিলেন কিছুক্ষণ।
লোপেজ মঞ্চে উঠে ওয়েটিং ফর টুনাইট গাইবেন, সেভাবনা অনেকেরই ছিলো কিন্তু তার আগে স্বল্পবসনে পোল ড্যান্সের ধাক্কা দর্শকের কাটিয়ে উঠতে সময় লেগেছে বৈকি। কোমর-উরু-কটিদেশের বল্লরী তুলে পঞ্চাশোর্ধ জেনিফার লোপেজ সমানে সমান নেচেছেন তেতাল্লিশের সাকিরার সাথে।
সিএনএন লিখেছে, হাস্টলারস ছবিতে জেএলওকে কেনো বেছে নেওয়া হয়েছে তার এক দারুণ যুক্তি খুঁজে পাওয়া গেলো এই পোলড্যান্স থেকে। ওই ছবিতে তিনি স্ট্রিপারের ভূমিকায় অভিনয় করেছেন।
১৪ মিনিটের পারফরম্যান্সে মাঝে ব্যাড বানি ও জে ব্যালভিনকে দেখা গেলো পপ-আপ করতে। দু’জন যেনো উষ্কেই দিলেন দুই গায়িকাকে। তাতে মঞ্চ আরও উত্তপ্ত হলো।
ডজন কয়েক শিশুর সাথে লোপেজের ১১ বছরের কন্যা এমির উপস্থিতি আর তাদের সমস্বরে গাওয়া বর্ন ইন দ্য ইউএসএ সে তাপ কিছুটা কমিয়ে আনলো। এর আগে অবশ্য মা-মেয়ের লেটস গেট লাউড ছিলো অন্যরকম এক পারফরম্যান্স। নিজের জতিগত পরিচয় তুলে ধরতে জেএলও কে দেখা গেলো যুক্তরাষ্ট্র ও পোর্টোরিকো দুই দেশের পতাকা জড়িয়ে মঞ্চে। তবে তবে শেষটা ছিলো এক্কেবারে ধামাকা।
সুপার বোলের মধ্য বিরতিতে এই পারফরম্যান্স যে বিশ্বকে হেলিয়ে দিয়েছে তার প্রমাণ একটাই সামাজিক মাধ্যম, ইউটিউব গুগল ছেয়ে গেছে ভিডিও ক্লিপ আর নিউজ, নন-নিউজ কনটেন্টে।
ইউটিউব লিঙ্ক এ ভিউয়ার কোটি ছাড়ায় ঘণ্টা দুয়েকের মধ্যেই। যা মিনিটে মিনিটে বাড়ছে লক্ষাধিক হারে। আর এই রিপোর্ট লেখা পর্যন্ত মন্তব্য পড়ে প্রায় ৬১ হাজার।
টুইটার ছেয়ে গেছে মন্তব্যে মন্তব্যে।
সাকিরার সাথে পারফরম্যান্স নিয়ে লোপেজ লিখেছেন, খুব ভালো লাগছে আজ রাতে তোমার সাথে পারফরম্যান্স করে। চলো আমরা বিশ্বকে দেখিয়ে দেই দুই ছোট্ট ল্যাটিন কন্যা কী করতে পারে।
বিশ্ব এখন সত্যিই দেখছে কী কাণ্ডটাই না করেছেন এই দু’জন।
২০১৭ সালের সুপার বোলে এই হাফটাইম পারফরমার ছিলেন লেডি গাগা। তিনি টুইটে বলেছেন, অবিশ্বাষ্য এক পারফরম্যান্স ছিলো জেএলও ও সাকিরার। কী শক্তিময় যৌনআবেদনময়ী দুই নারী। তোমাদের দু’জনকেই আমি ভীষণ ভালোবাসি।
যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লীগ’র বার্ষিক চ্যাম্পিয়নশীপ ফাইনাল ম্যাচ এই সুপার বোল। মধ্য জানুয়ারিতে শুরু হয়ে ফেব্রুয়ারির প্রথমভাগ পর্যন্ত চলে চলে এই টুর্নামেন্ট। ম্যাচের মধ্যবিরতিতে থাকে বিশ্বসেরা তারকাদের পারফরম্যান্স।