জনি ডেপকেও মেরেছিলেন অ্যাম্বার হার্ড!
২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৩
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত তারকা জনি ডেপের সঙ্গে অ্যাম্বার হার্ডের বিবাহ বিচ্ছেদের সময় দুঃখ পেয়েছিলেন বহু ভক্ত। সংসারে ইতি টানার কারণ হিসেবে জনি ডেপ তাকে পেটাতেন বলে অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার হার্ড। এ নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা। পরে মাত্র ১৫ মাসের মাথায় তাদের সংসার ভেঙ্গে যায়।
এবার জানা গেল নতুন তথ্য। এতে বোঝা গেল অ্যাম্বার হার্ডও কম যাননি। জনি ডেপকে তিনিও ঘুষি মেরেছিলেন। ডেইলি মেইলের প্রকাশিত এক পুরনো ভিডিওতে দেখা যায় অ্যাম্বার হার্ড জনি ডেপকে বলছেন, আমি তোমাকে মেরেছি, কিন্তু আমি তোমার মুখে মারিনি।
এদিকে এ ভিডিওটি প্রকাশ হওয়ার পর জনি ডেপের ভক্তরা বিচার চাইতে মোটেও দেরি করেননি। সামাজিক মাধ্যম টুইটারে জাস্টিস ফর জনি ডেপ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট দিচ্ছেন তারা।
এখন জনি ডেপ ভক্তদের দাবি আসলে অ্যাম্বার হার্ড স্বামীকে শারীরিক নির্যাতন করেছেন। তাই জনি ডেপের বিচার প্রাপ্য।
এর আগে ২০১৭ সালে শারীরিক নির্যাতনের অভিযোগে জনি ডেপকে ডিভোর্স দিয়েছিলেন অ্যাম্বার হার্ড। অ্যাকুয়াম্যান অভিনেত্রীর দাবি ছিল, তাকে পেটানোর পর মুখে মোবাইল ফোন ছুঁড়ে মেরেছিলেন জনি। এছাড়া জনি ডেপ মাদকাসক্ত ও নিয়মিত তাকে পেটাতেন বলেও অভিযোগ করেন অ্যাম্বার হার্ড।