Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেয়ার গ্রিলসের সাথে এবার অক্ষয় কুমার


১ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৪

প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দেশটির শীর্ষ তারকাদের একজন রজনীকান্তের নাম। এবার জানা গেলো বেয়ার গ্রিলসের শোতে দেখা যাবে অক্ষ কুমারকে।

অক্ষয় কুমার যে অ্যাডভেঞ্চার ভালোবাসেন এ কথা আর কারোর অজানা নেই। পাশাপাশি একের পর এক হিট ছবি উপহার দিয়ে এই মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল নায়কও তিনি। ধারণা করা হচ্ছে সে কারণেই নরেন্দ্র মোধী আর রজনীকান্তের পর অক্ষয় কুমারকেই বেছে নিয়েছেন বেয়ার গ্রিলস, তার শোয়ের জন্য।

বিজ্ঞাপন

বেয়ার গ্রিলসের ওয়াইল্ড লাইফ শো  ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ পৃথিবী জুড়ে জনপ্রিয়।

নরেন্দ্র মোদীর পর্বটি ধারণ করা হয়েছিলো জিম করবেট ন্যাশনাল পার্কে। পর্বটি দারুণ জনপ্রিয়তা পায়। নরেন্দ্র মোদীর পর্বের ব্যাপক সাফল্য বেয়ার গ্রিলসকে ভারতীয় তারকাদের ব্যাপারে আগ্রহি করে তোলে। ফলে একে একে ডাক পড়ে রজনীকান্ত এবং অক্ষয়ের।

রজনীকান্তের পর্বটি শুট করা হয়েছে বন্দিপুর টাইগার রিজ়ার্ভে। অক্ষয়ের পর্বও হবে একই স্থানে।

‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’-এর পাশাপাশি বেয়ারের আর একটি শো ‘রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ও ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে চলছে। সেই অনুষ্ঠানে আন্তর্জাতিক সেলিব্রিটিরা অংশ নেন।

অক্ষয় কুমার বলিউড বেয়ার গ্রিলস