আসছেন ‘ভাইজান’ শাকিব খান
২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
দ্বিতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও কলকাতার মিষ্টি নায়িকা শ্রাবন্তী। ‘শিকারি’ ছিল তাদের প্রথম সিনেমা। নতুন সিনেমার নাম ‘ভাইজান’, পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি।
মজা এখানেই শেষ নয়। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাকিব। খবর ভারতীয় গণমাধ্যমের। কলকাতার ছবিতে এই প্রথম দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে।
ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন টালিউডের আরেক নায়িকা পায়েল সরকার। খানের বিপরীতে প্রথমবার দেখা যাবে এই অভিনেত্রীকে। বাংলাদেশ থেকে অভিনয় করবেন দীপা খন্দকার, মনিরা মিঠু।
জয়দীপের পরিচালনায় এটি শাকিবের চতুর্থ ছবি। এর আগে ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’-এ একসঙ্গে কাজ করেছেন এই পরিচালক নায়ক জুটি। এ বিষয়ে পরিচালক কলকাতার গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি এখানেও শাকিব বেশ জনপ্রিয়।’
২৮ বছর আগের এক ঘটনাকে কেন্দ্র করে গড়ে উটেছে ছবির গল্প। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এ ছাড়া রয়েছেন রজতাভ দত্ত, সাগ্নিক, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত। ছবির শুটিং শুরু হচ্ছে মার্চের তিন তারিখ থেকে।
সারাবাংলা/পিএ