Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্ডার কন্সট্রাকশন’-এর চার প্রদর্শনী


২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২১

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শুক্র ও শনিবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) দুই দিন, দুটি করে প্রদর্শন হবে চলচ্চিত্র আন্ডার কন্সট্রাকশনের। বিকাল চারটা এবং সন্ধ্যা ৬টায় রাজধানীর আজিজ সুপার মার্কেটে শর্ট ফিল্ম ফোরাম অডিটোরিয়ামের হবে এই প্রদর্শনী। সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল্য ১০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে অডিটোরিয়ামেই।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিটি ঢাকার সিনেমা হলে মুক্তি পায় ২০১৭ সালের ২২ জানুয়ারি। তারপর থেকে দেশের মানুষকে ছবিটি দেখানোর জন্য আয়োজন করা হয় বিকল্প প্রদর্শনীর। সেই ধারাবাহিকতায় প্রদর্শিত হতে যাচ্ছে ছবিটির।

মুক্তির পর সিয়েটল, লোকার্নো, ওমেন মেইকস ওয়েবস, কেরালা, বোগতা, সাও পাওলো, মনট্রিয়ালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি অংশ নিয়েছে, অর্জন করেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার।

ছবিতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। ছবিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত হোসেন। অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন।

সারাবাংলা/পিএ

 

আন্ডার কনস্ট্রাকশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর