Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়দানে নেমেছেন অজয়


৩০ জানুয়ারি ২০২০ ১৩:২৫

বলিউডের অ্যাকশন সুপারস্টার অজয় দেবগন তার পরবর্তী ছবি ‘ময়দান’ এর পোস্টার এর ছবি শেয়ার করেছেন ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে। পোস্টারের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, এই কাহিনী ভারতীয় ফুটবলের স্বর্ণালী যুগের সবচেয়ে সফল কোচের। খবর হিন্দুস্থান টাইমস।

অজয়ের শেয়ার করা পোষ্টার থেকে দেখা যায়, ১৯৫০ সালের দিগ্বিজয়ী ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের আদলে তিনি তার চেহারায়ও পরিবর্তন এনেছেন। ওই পোস্টারের ছবিতে দেখা যায় একটি ছাতা হাতে ফর্মাল ড্রেস পরিহিত অজয় একটি ফুটবলে কিক করছেন। আরেকটি পোস্টারের ছবিতে দেখা যায় তিনি ফুটবল দলের খেলোয়াড়দের সাথে বৃষ্টিতে ভিজে কৌশল বিনিময় করছেন।

বিজ্ঞাপন

এর আগেও, অজয় এই চলচ্চিত্রের একটি পোস্টার শেয়ার করে জানিয়েছিলেন, ভারতীয় ফুটবলের ইতিহাসে এই ছবি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।

এদিকে, এই ‘ময়দান’ ছবিটি নিয়ে পিটিআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে অজয় বলেন, এই ছবির গল্পটা অসাধারণ আর পরিচালক অমিত শর্মাও দুর্দান্ত নির্মাণশৈলীতে ছবিটি বানিয়েছেন। স্পোর্টস ড্রামার আদলে নির্মিত এই ছবিতে রোমান্টিক গান আর দৃশ্যও থাকছে।

২০২০ সালের নভেম্বরের ২৭ তারিখ থেকে ময়দান ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অজয় দেবগান অমিত শর্মা ময়দান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর