Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিনাকে ‘পরচর্চা’ বন্ধ করতে বললেন মালাইকা


২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

কথা চালাচালি কারিনার অনেক পুরনো অভ্যাস। এর জন্য মাঝে মাঝেই খোঁচা খেতে হয় তাকে। এইতো সেদিন রণবীর কাপুর এক টিভি অনুষ্ঠানে বেশ ঢালাও ভাবে ‘বদনাম’ করেছিলেন কারিনার। চাচাতো ভাইয়ের এহেন আচরণে ব্যাথিত হয়েছেন কাপুর কন্যা। সেই কষ্ঠ না যেতেই একই সুরে কথা বললেন করণ জোহর।

কারিনা কাপুর খানকে আরো একটু অবাক হতে হবে। কারণ ভারতের কালারটিভিতে প্রচার শুরু হতে যাওয়া একটি অনুষ্ঠানের শুটিংয়ে কারিনাকে পরচর্চা বন্ধ করার পরামর্শ দেবেন মালাইকা আরোরা! নেহা ধূপিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এখন কেবল প্রচারের অপেক্ষা। তবে এর আগেই কারিনাকে দেয়া পরামর্শের অংশটি দিয়ে বানানো প্রমো, প্রকাশ করা হয়েছে টুইটারে।

প্রিয় বান্ধবীর কাছ থেকে এমন আচরণ নিশ্চয় আহত করবে নবাবপত্নী কারিনাকে। উত্তরে হিরোইন খ্যাত এই অভিনেত্রী কি বলেন সেটাই এখন শোনার অপেক্ষা। কারিনা এখন ব্যস্ত আছেন ‘ভিড়ে দ্য ওয়েডিং’ সিনেমার কাজে। ছবিটি চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে।

সারাবাংলা/টিএস/পিএ

কারিনা কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর