Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে জাগরণীর উৎসবে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’


২৯ জানুয়ারি ২০২০ ২২:০০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ২৩:২২

থিয়েটার ফ্যাক্টরির আলোচিত নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’র চতুর্দশ মঞ্চায়ন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাভারে জাগরণীর আন্তর্জাতিক নাট্যোৎসবে। ২৪ জানুয়ারি থেকে সাভারের নাট্যসংগঠন জাগরণী থিয়েটারের আয়োজনে এনাম মেডিকেলের মিলনায়তনে শুরু হয়েছে আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২০।

সাভারে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’র প্রদর্শণীর ব্যাপারে বেশ উৎসাহ প্রকাশ করে থিয়েটার ফ্যাক্টরির প্রধান কারিগর অলোক বসু জানালেন, ‘এই শো-য়ের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে বেশ উত্তেজনা বোধ করছি। কারণ সাভারে কেটেছে আমার কৈশোরকাল। সাভারের সাথে আমার শিল্প-সাহিত্য চেতনা বিকাশের উন্মেষকালের অনেক স্মৃতি রয়েছে। সাভারের প্রতি একটা অন্যরকম ভালোলাগার আবেগ রয়েছে। সাভারের মানুষের সামনে আমাদের এই নাটকের প্রদর্শনী করতে পারা আমার জন্য বেশ আনন্দের একটা ব্যাপার’।

বিজ্ঞাপন

‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকের আখ্যান রচিত হয়েছে কবি কালিদাসকে কেন্দ্র করে। তবে এটি কালিদাসের জীবনী নয়। এ নাটকে মল্লিকা এক অনিবার্য চরিত্র। কালিদাস আর মল্লিকার জীবনের নানা মর্মস্পর্শী ঘটনা নিয়ে এই নাটক। প্রকৃতি ও প্রেম কেমন হাত ধরাধরি করে চলে, প্রেম কীভাবে শিল্পসৃষ্টির রসদ জোগান দেয়, প্রেম কত আদরে-যতনে-অপেক্ষায়-উপেক্ষায় ধ্রুবতারার মতো জেগে থাকে জীবনের আঙিনায়- এমন অনেক গহন-অবগাহনের ডাক পাঠায় এ নাটকে। আলোকিত হয় শিল্পীর সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের বহু জানা-অজানা দিক।

ক্ষমতার সাথে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, কবিতার কাছেই কালিদাসের নিজেকে উৎসর্গ করার আগ্রহ- তা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উঠে এসেছে এ নাটকে। এ নাটকে কবি কালিদাসকে দেখা যাবে এক ভিন্ন আলোয়। আর সেই আলোক বর্তিকাটি বয়ে বেড়ায় মল্লিকা। এটি কালিদাসের জীবনীনাট্য নয় বরং কালিদাস আর মল্লিকার প্রেমে উত্তাপ-অনুতাপ, অপেক্ষা-উপেক্ষার আখ্যান।

বিজ্ঞাপন

‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকটি রচনা করেছেন মোহন রাকেশ। অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নিদের্শনা দিয়েছেন অলোক বসু। অভিনয় করেছেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, সুরভী রায়, হাসানুজ্জামান খান, আর কে এম মোহ্সেন, মিশাল সমাপ্ত, অলোক বসু, শারমীন মাসরুরা খানম, দীপু ও বাপ্পী। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় কামালউদ্দিন কবির, কোরিওগ্রাফিতে আমিনুল আশরাফ এবং সংগীত, পোশাক ও দ্রব্যসামগ্রী পরিকল্পনায় যথাক্রমে রামিজ রাজু, মহসিনা আক্তার ও শামসুন নাহার বিউটি।

অলোক বসু আষাঢ়স্য প্রথম দিবসে জাগরণীর আন্তর্জাতিক নাট্যোৎসব থিয়েটার ফ্যাক্টরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর