শাহরুখকে নিয়ে নতুন রহস্য!
২৯ জানুয়ারি ২০২০ ১৪:৪১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১৪:৫৪
প্রায় এক বছর হতে চললো বিগ স্ক্রিণে নেই বলিউড বাদশাহ শাহরুখ খান। শেষ সিনেমা ‘জিরো’ বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি। এরপর থেকে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়া থেকে বিরত আছেন কিং খান।
তবে নতুন খবর দিলেন পরিচালক করণ জোহর। শাহরুখ খান নাকি অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করেছেন। গেলো এক বছরের বিভিন্ন সময়ে ছবিটিতে কাজ করেছেন শাহরুখ।
‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, রনবীর কাপুর এবং বলিউডের বিগ বিগ অমিতাভ বচ্চন। এখন করনের মুখে শোনা গেলো শাহরুখও আছেন ছবিটিতে। তবে ছবিতে শাহরুখকে ঠিক কী ভূমিকায় স্ক্রিনে দেখা যাবে তা খোলাসা করেননি করন।
সম্প্রতি মুম্বাই মিররে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রহ্মাস্ত্রে শাহরুখের অভিনয় করার কথা প্রকাশ করলেও শাহরুখের চরিত্র নিয়ে একদমই মুখ খোলেননি করন। কারণ সবাই রহস্য পছন্দ করেন। আর সেই রহস্য যদি হয় শাহরুখকে নিয়ে তাহলে তো কথাই নেই।