Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিইউনিয়ন!


২৯ জানুয়ারি ২০২০ ১১:২৫

‘ধড়ক’ ছবিতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর আর ছবির নায়ক শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টর। সেসময় এমনও শোনা গেছে জাহ্নবীর বয়ফ্রেন্ড শিখরের সঙ্গে তার সম্পর্ক চুকেবুকে গেছে। ঈশান-ই তার নতুন ঠিকানা। তারপর পেরিয়ে গেছে অনেকটা সময়।

কিন্তু সাম্প্রতিক কিছু ছবি বলছে অন্য কথা। জাহ্নবী কাপুর আর শিখর পাহাড়িয়ার ঘনিষ্ট ছবি ঘুরছে সোস্যাল মিডিয়ায় তাও আবার স্বযং জাহ্নবীর পোস্ট করা। মঙ্গলবার নিজের ইন্সটাতে শিখরের সাথে অন্তরঙ্গ কিছু ছবি পোস্ট করেছেন। যাতে তাদের দুজনকে কোথাও ছুটি কাটানোর মুডে দেখা গেছে। তার মানে কি আবারও এক হয়েছেন দুজন!

বিজ্ঞাপন

বলিউডে পা রাখার আগে থেকেই জাহ্নবীর সঙ্গে শিখরের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জাহ্নবীর মা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং বাবা বনি কাপুরও জানতেন। জানতো শিখরের পরিবারও। শিখর পাহাড়িয়া সাধারন কেউ নন। তিনি ভারতের সাবেক কেন্দ্রিয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি।

বলিউডে যাত্রা করলেও এখনো পায়ের তলায় শক্ত মাটি পাননি জাহ্নবী। বাবা নামি প্রযোজক হলেও বলিউডে স্থায়ী হতে আরও অনেকটা লড়াই করতে হবে তাকে।

ঈশান খট্টর জাহ্নবী কাপুর বলিউড রিইউনিয়ন শিখর পাহাড়িয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর