Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরনো প্রেম নিয়ে সেলেনার নতুন কথা


২৮ জানুয়ারি ২০২০ ১৭:১৫

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ ও জাস্টিন বিবারের সম্পর্ক ভেঙ্গে গেছে সেই ২০১৮ তে। ইতি টানা সেই সম্পর্ক নিয়েই নতুন কথা শোনালেন সেলেনা গোমেজ। ‘প্রেমের নামে তাকে মানসিকভাবে নির্যাতন করেছে বিবার’- আমেরিকার বেসরকারি গণমাধ্যম সংস্থা ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) এ দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন এই অভিনেত্রী।

সেলেনার এমন মন্তব্যের পর এনপিআর প্রতিবেদক জাস্টিন বিবারের কাছে জানতে চেয়েছিলেন আসলেই তিনি সেলেনাকে মানসিকভাবে নির্যাতন করেছেন কিনা। বিবারও তাৎক্ষণিকভাবে সেলেনার অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

বিজ্ঞাপন

সেলেনা বলেন, ‘একজন ভুক্তভোগীর পক্ষে মানসিকভাবে সুস্থ থাকা বেশ কঠিন। তারপরও আমি সম্মান নিয়েই বেঁচে আছি। লড়াই করেছি এবং নিজেকে রক্ষা করার জন্য বেরিয়ে এসেছি। নতুন পথ খুঁজে বের করেছি। এক জায়গায় জীবনকে থমকে যেতে দেইনি। এটাই আমার গর্ব।’

সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর সেলেনার নতুন গান ‘লস ইউ টু লাভ মি’ বেশ জনপ্রিয়তা পায়। এই গান নিয়ে তিনি বলেন, ‘গানটির অর্থ আগে আমার কাছে যেমন ছিল এখন তা নেই। অনেক পাল্টে গেছে। তারপরও গানটি আমার ভালো লাগে। কারণ এই গান আমাকে পথ দেখিয়েছে। জীবনের একটি অধ্যায় শেষ করতে সাহায্য করেছে। এজন্য আমি বেশ খুশি।’

তবে বিবারের সঙ্গে কাটানো সব মূহুর্তকেই মন্দ বলেননি সেলেনা।

উল্লেখ্য, সেলেনা গোমেজ ও জাস্টিন বিবারের সম্পর্ক ২০১১ থেকেই শুরু হয়েছিল। ৭ বছর পর ২০১৮ তে আলোচিত এই জুটির সম্পর্ক ভেঙ্গে যায়। এত বছরের সম্পর্ক ভেঙ্গে যাওয়াকে সেলেনা গোমেজ ‘বিরল ঘটনা’ বলে উল্লেখ করে টুইটারে একটি পোষ্ট দিয়েছিলেন।

বিজ্ঞাপন

জাস্টিন বিবার প্রেম বিচ্ছেদ সম্পর্ক সেলেনা গোমেজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

আরো

সম্পর্কিত খবর