Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেতা অপূর্ব’র স্ত্রী অদিতি এবার নাট্যকার


২৮ জানুয়ারি ২০২০ ১৫:২২

অভিনেতা অপূর্ব নিজে গল্প লিখেন, তার গল্পে বেশ কয়েকটি নাটকও নির্মিত হয়েছে। এবার তার স্ত্রী নাজিয়া হাসান অদিতির গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘চারুর বিয়ে’। ভালোবাসা দিবসের নাটকটি পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান।

আরিয়ান সারাবাংলাকে বলেন, ‘আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) নাটকটির চতুর্থ দিনের মত শুটিং করছি। এটি প্রথমে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে, এরপর আসবে ইউটিউবে।’

বিজ্ঞাপন

‘চারুর বিয়ে’র গল্প নিয়ে আরিয়ান বলেন, ‘এটি মূলত দুটি পরিবারের ভালোবাসার গল্প। আর সূত্রটা হচ্ছে চারুর বিয়ের আংটি বদলের মধ্য দিয়ে। এখানে চারু চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। সত্যি বলতে, এই গল্পটি নিয়ে আমরা ইউনিটের প্রতিটি মানুষ খুব এক্সাইটেড। আমি বলতে পারি, এমন গল্পের কাজ এর আগে হয়নি। সে জন্য কাজটি ঠিকঠাকভাবে তুলে আনার জন্য আমরা প্রচুর পরিশ্রম করছি। প্রতিটি মানুষ সম্পৃক্ত আছি। এমনকি ভাবী (নাট্যকার নাজিয়া হাসান অদিতি) নিজেও ইউনিটে হাজির থাকছেন। হয়তো দারুণ কিছুই হতে যাচ্ছে।’

আরিয়ান জানালেন, চিত্রনাট্যের প্রয়োজনে তাদেরকে ঢাকার বাইরেও যেতে হয়েছে। বেশ বড় পরিসরে কাজটি হচ্ছে।

‘চারুর বিয়ে’র প্রধান দুই চরিত্রে থাকছেন ‘বড় ছেলে’খ্যাত অপূর্ব ও মেহজাবীন জুটি। বিভিন্ন চরিত্রে আরও আছেন অন্তু করিম, আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল প্রমুখ।

নাটকটি প্রযোজনা করেছে সিএমভি। ১৪ ফেব্রুয়ারি নাটকটি প্রচার হবে।

অপূর্ব চারুর বিয়ে মিজানুর রহমান বিয়ে স্ত্রী নাজিয়া হাসান অদিতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর