নতুন বিজ্ঞাপনে ববি
২৪ জানুয়ারি ২০২০ ২০:০০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১৮:৩৩
‘নোলক’ মুক্তির পর খুব একটা ক্যামেরার সামনে দাঁড়াননি ববি। মাঝে মধ্যে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে অবশ্য। অবশেষে তিনি আবার কাজ শুরু করেছেন। সম্প্রতি অংশ নিয়েছেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে।
‘এলিট রাঙা মেহেদী’র বিজ্ঞাপনটি নির্মাণ করেছে বি হ্যাপী এন্টারটেইনমেন্ট। ববি বলেন, ‘বিজ্ঞাপনটির গল্পে একটি বিয়ে বাড়ীর দৃশ্য দেখানো হয়েছে। এতে আমার সাথে প্রায় ৬০জন নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।’
সাকিব সনেটের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন রাকিব আহমেদ, কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ এবং জেমি মাহমুদ। তাসনিম আনিকা বিজ্ঞাপনটির জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। মিউজিক করেছেন আবরাল সাহির।
সামনের রমযান মাসে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে।
এর আগে পাওয়ার এনার্জি ড্রিংস, ওয়ালটন, ওয়ারিদ টেলিটকমসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিলো ববিকে।
এদিকে ববি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘যুদ্ধ’তে। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে।
ইফতেখার চৌধুরী এলিট রাঙা মেহেদী ববি বাপ্পী চৌধুরী যুদ্ধ সাকিব সনেট