আলী আকবর রুপু আর নেই
২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২০ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৭:৪৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
জনপ্রিয় সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু আর নেই। আজ দুপুর ১২টা ৪০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। ছিল কিডনির সমস্যা।
আলী আকবর রুপুর ছেলে আলী আফজাল সিডনী জানান, ‘বাদ আসর গুলশানের আজাদ মসজিদে হবে প্রথম জানাজা। সংগীতাঙ্গনের সবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাদ আসর মরদেহ আনা হবে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে। বাদ এশা দ্বিতীয় জানাজা হবে মগবাজার ওয়্যারলেসের ডাক্তারের গলি মসজিদে।’
আলী আকবর রুপুর দাফন হবে আজিমপুর কবরস্থানে। বিক্রমপুরের টঙ্গিবাড়িতে জন্মগ্রহণ করেন গুণী এই শিল্পী।
সারাবাংলা/পিএ