Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ‘স্বপ্নবাজী’


২৪ জানুয়ারি ২০২০ ১৬:৩৮

বাংলাদেশের ফ্যাশন ও গ্ল্যামারওয়ার্ল্ড নিয়ে রায়হান রাফি গতবছর ‘স্বপ্নবাজী’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কথা ছিলো গত বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে শুটিং শুরু হবে ছবিটির। কিন্তু মাঝে ‘পরাণ’ ও ‘ইত্তেফাক’ নামে দুটি ছবির শুটিং করেন রাফি। ফলে পিছিয়ে যায় স্বপ্নবাজীর শুটিং।

অবশেষে রাফি জানালেন, ফেব্রুয়ারির প্রথমদিন থেকে শুরু হবে ‘স্বপ্নবাজী’র শুটিং।

শুটিং শুরুর খবর জানিয়ে রাফি সারাবাংলাকে বলেন, ‘আমরা কিন্তু কখনই বলেনি অমুক তারিখে শুটিং শুরু করবো। এটা ঠিক যে বলেছি অমুক মাসে শুরু করতে পারি। যাই হোক নানা কারণে আমাদের দেরি হয়েছে। প্রথমত আমার ছবির মাহি, সিয়াম ও পিয়া র‍্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করবে। কিন্তু এদের মধ্যে পিয়া ছাড়া কারোই র‍্যাম্পের অভিজ্ঞতা নেই। তাদের গ্রুমিং করানোর একটা ব্যাপার ছিলো। তাছাড়া এরমধ্যে আমি দুটি ছবি করেছি।’

রাফি আরও বলেন, স্বপ্নবাজী অনেক বড় বাজেটের ছবি। তাই প্রস্তুতির কিছু ব্যাপার ছিলো। তাছাড়া নানা কারণে শিল্পীদের সাথে আমার বা প্রযোজকের শিডিউল মিলছিলো না। এগুলোও দেরির অন্যতম কারণ।

ছবিতে মাহি-পিয়া-সিয়ামের সাথে নতুন যুক্ত হয়েছেন প্রিয়ন্তী উর্বী। তাকে বৃহস্পতিবার রাতে চুক্তিবদ্ধ করানো হয়।

‘স্বপ্নবাজী’র অধিকাংশ শুটিং হবে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে। ছবিটির চিত্রনাট্য করেছেন শাহ্‌জাহান সৌরভ। প্রযোজনা করছে পিএইচ এন্টারটেইনমেন্ট।

ইত্তেফাক উর্বি পরাণ পিয়া মাহিয়া মাহি রায়হান রাফি সিয়াম স্বপ্নবাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর