Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রভু দেবাতে আস্থা সালমানের


২৩ জানুয়ারি ২০২০ ১৪:৪৮

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বলিউড ‘ভাইজান’ সুপারস্টার সালমান খানের। যে সালমান খান মানেই বক্স অফিসে মারমার কাটকাট ব্যবসা সেই অভিনেতা সর্বশেষ অল টাইম ব্লকবাস্টারের দেখা পেয়েছিলেন ২০১৭ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া টাইগার জিন্দা হ্যায় চলচ্চিত্রের মাধ্যমে।

এরপর মুক্তি পাওয়া পরপর ৩ টি চলচ্চিত্র বক্স অফিসে অ্যাভারেজ ও হিট ব্যবসা করে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি দাবাং থ্রি মুক্তি পায় ২০১৯ এর ২০ ডিসেম্বর। একই দিনে মুক্তি পাওয়া অক্ষয় কুমার ও কারিনা কাপুরের গুড নিউজ দুইশো কোটির উপর ব্যবসা করলেও দাবাং থ্রি এখন পর্যন্ত ১৫১ কোটি রুপি আয় করে অ্যাভারেজ বা মোটামুটি ব্যবসা করেছে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় তাই কোন পরিচালকেরই উপর খুব একটা আস্থা রাখতে পারছেন না দাবাং খান সালমান। ব্যবসাসফল একটি চলচ্চিত্র উপহার দিতে একের পর এক পরিচালক পরিবর্তন করছেন তিনি। জনপ্রিয় ‘টাইগার’র ফ্র্যাঞ্চাজিরও পরিচালক পরিবর্তন করতে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার প্রিয় পরিচালক প্রভু দেবা এটি পরিচালনা করবেন বলে শোনা যাচ্ছে। খবর বলিউড হাঙ্গামা।

‘টাইগার’ সিরিজের আগের ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেছিলেন কবির খান ও আলী আব্বাস জাফর।

প্রভু দেবা সালমানকে নিয়ে ব্যাক-টু-ব্যাক দুটো ছবি করছেন। ‘দাবাং ৩’র পর তারা দুজনে ‘রাধে’ করছেন। ‘ওয়ান্টেড’র আনঅফিসিয়াল রিমেক বলা হচ্ছে ‘রাধে’কে। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান্টেড’ও প্রভু দেবা পরিচালনা করেছিলেন।

আলী আব্বাস জাফর এক থা টাইগার কবির খান টাইগার জিন্দা হ্যায় সালমান খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর