Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ বছর ধরে চলছে ছোটদের অনুষ্ঠান ‘শাপলা শালুক’


২২ জানুয়ারি ২০২০ ১৪:১৩

শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শাপলা শালুক’। এটিএন বাংলায় প্রচারিত অনুষ্ঠানটি সম্প্রতি ২২ বছরে পা দিয়েছে।

বিশেষ এই সাফল্য উদযাপনে এফডিসির ৮ নম্বর ফ্লোরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শিশু-কিশোরদের সাথে নিয়ে কেক কেটে ২২তম বর্ষপুর্তি অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ছোটদের গান, নাচ, আবৃত্তি, নাটিকার পাশাপাশি ধাঁধাঁ, ফুল পাখিদের আসর, একই বৃত্তে শিরোনামের বিভিন্ন আয়োজন দিয়ে সাজানো হয় দুই দশকেরও বেশি সময় ধরে প্রচার হওয়া অনুষ্ঠানটির বিশেষ পর্বটি। বর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাপলা শালুকের পরিচালক কাজলী আহমেদ।

‘শাপলা শালুক’ পাক্ষিকভাবে শনিবার সকাল ১১.১০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হয়।

এটিএন বাংলা শাপলা শালুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর