Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ুষ্মানের ছবিতে জোড়া রিমেক


২০ জানুয়ারি ২০২০ ১৪:০১

পরপর তিনটি হিট উপহার দেওয়ার পর আয়ুষ্মান খুরানা ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ দিয়ে ২০২০ মাত করতে প্রস্তুতি নিচ্ছেন। ছবিটিতে তাকে একজন সমকামীর ভূমিকায় দেখা যাবে, যে কিনা অভিনেতা জিতেন্দ্র কুমারের প্রেমে পড়ে। ইতোমধ্যে সবাই জানে ছবিটিতে হানি সিংয়ের ‘গাবরু’ গানটি রিমেক করা হচ্ছে।

শুধু হানি সিংয়ের গান নয়, ৮০ দশকের আরও একটি ক্ল্যাসিক এই ছবির জন্য রিমেক করা হচ্ছে। অনিল কাপুর ও অমৃতা সিংয়ের ‘ইয়ার বিনা চেইন’ গানটি আয়ুষ্মানের ছবিতে ব্যবহার করা হবে। বাপ্পী লাহড়ির করা সুপারহিট গানটি নতুন করে তৈরি করছেন তানিশক বাগচি ও বায়ু।

বিজ্ঞাপন

‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ পরিচালক হিতেশ কেওয়াল্যা জানিয়েছেন, ৮০ দশকের জনপ্রিয় গানটি ছবির গল্পের সাথে দারুণভাবে যায়। আয়ুষ্মানও অনেক পছন্দ করেছে। আগের ভার্সনের মত নতুনটিতেও কণ্ঠ দিয়েছেন বাপ্পী লাহড়ি। বিজয় গাঙ্গুলির কোরিওগ্রাফিতে যার শুটিং হবে আগামী মাসে।

আয়ুষ্মান ছাড়াও শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ ছবিতে অভিনয় করেছেন নীনা গুপ্তা, গজরাজ রাও, মাণভি গাগরো, পাখুরি আউস্তি প্রমুখ। টি-সিরিজের সাথে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে ইয়েলো প্রোডাকশনস।

ছবিটি মুক্তি পাবে আগামী ২১ ফেব্রুয়ারি।

অনিল কাপুর অমৃতা সিং আয়ুষ্মান খুরানা বাপ্পী লাহড়ি শুভ মঙ্গল জ্যাদা সাবধান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর