মুক্তির আগেই হিট ‘দ্য ইনক্রেডিবল টু’
২৫ নভেম্বর ২০১৭ ১৩:৫৯
বিনোদন ডেস্ক
‘দ্য ইনক্রেডিবল’ ভক্তদের দীর্ঘ অপেক্ষায় রেখেছিলেন পরিচালক বব বার্ড। ছবিটির সিক্যুয়াল তৈরি করি করি বলে পার করে দিলেন দীর্ঘ ১৩ বছর। অবশেষে চলতি মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পেয়েছে ‘দ্য ইনক্রেডিবল’ সিরিজের দ্বিতীয় ছবি ‘দ্য ইনক্রেডিবল টু’ এর টিজার। এবং অবিশ্বাস্যভাবে ছবিটির ট্রেলার মুক্তির সাথে সাথে তা চলে এসেছে সর্বকালের সব থেকে বেশি দেখা এনিমেটেড ট্রেলারের তালিকায়। আর সামগ্রিকভাবে আছে সপ্তম স্থানে।
দ্যা ইন্ডিপেন্ডেন্ট অনুসারে, টিজারটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১১৩ মিলিয়ন অর্থাৎ ১১ কোটি ৩০ লক্ষ বার এবং যা ক্রমাগত বেড়েই চলেছে।
২০০৪ সালে মুক্তি পাওয়া দ্যা ইনক্রিডেবল শুধু ভক্তদের মনই জয় করেনি, সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ঘরে তুলে নিয়েছিল অস্কার পুরস্কার।
‘দ্যা ইনক্রিডেবল টু’ এর প্রকাশিত টিজারে দেখা যায় শিশু জ্যাক-জ্যাক তার নতুন পাওয়া সুপার পাওয়ার নিয়ে খুবই উল্লাসিত। বিক্ষিপ্তভাবে সে তার ক্ষমতা চারদিকে ব্যবহার করছে। তার বাবা তাকে নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছেন এবং ছেলের কাণ্ড-কারখানায় তিনি বেশ বিস্মিত।
টিজারের এই বাজিমাতে অবশ্য সব থেকে বেশি খুশি ডিজনি-পিকচার্স। ২০১৪ সালের মার্চেই মুক্তি পাওয়ার কথা ছিল দ্য ইনক্রেডিবল টু-এর। কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়নি।। সর্বশেষ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৫ জুন। তবে ছবি সংশ্লিষ্টদের ততদিন অপেক্ষা করতে হচ্ছে না। কারণ মুক্তির আগেই তো ছবি হিট।