Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও শাহাদুজ্জামানের গল্পে মিঠুর ছবি


১৮ জানুয়ারি ২০২০ ১০:০০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১০:৩৩

নূর ইমরান মিঠুর নির্মিত প্রথম ছবি ‘কমলা রকেট’। লেখক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্পের সমন্বয়ে ছবিটি নির্মাণ করেছিলেন তিনি। খুব শিগগিরই মিঠু তার দ্বিতীয় ছবির কাজ শুরু করবেন। আর সেই ছবির গল্পও শাহাদুজ্জামানের।

সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক মিঠু নিজে। এ প্রসঙ্গে তিনি বলেন, শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে আমার পরবর্তী ছবি হবে। প্রথম ছবির মত এটিরও চিত্রনাট্য লিখছেন লেখক নিজে।

বিজ্ঞাপন

কবে নাগাদ শুটিং শুরু, প্রযোজক কিংবা কাস্টিং নিয়ে কী ভাবনা? ‘আমি আসলে অনেক সময় নিয়ে ছবি করি। এখন চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। ধীরে সুস্থে এগোচ্ছি। তাই প্রযোজক বা অন্য কিছু নিয়ে এখনই কোন কিছু ভাবনায় নেই’—বললেন মিঠু।

মিঠু জানালেন, গল্পের নাম ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ হলেও ছবির নাম ভিন্ন হবে।

শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্পটি প্রথম প্রকাশিত হয় ‘পশ্চিমের মেঘে সোনার সিংহ’ গ্রন্থে। পরবর্তীতে ২০১১ সালে লেখক এটির চিত্রনাট্য বই আকারে প্রকাশ করেন। তবে জানা গেছে পূর্বে প্রকাশিত চিত্রনাট্যের সংশোধন করা হচ্ছে।

নূর ইমরান মিঠু জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ফারুকীর পরিচালনায় ‘পিঁপড়াবিদ্যা’য় অভিনয়ও করেছেন তিনি।

ইব্রাহিম বক্সের সার্কাস কমলা রকেট টপ নিউজ নূর ইমরান মিঠু মৌলিক সাইপ্রাস

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর