Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোটদের জন্য মাছরাঙায় ‘কল্প গল্প’


১৭ জানুয়ারি ২০২০ ০৯:৩০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ২৩:২১

বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে ছোটদের অনুষ্ঠানের বেশ আকাল। এর মধ্যেই মাছরাঙা টেলিভিশন জানালো তারা নতুন একটি শিশুতোষ অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে। অনুষ্ঠানের নাম ‘কল্প গল্প’।

শিশুদের মজার মজার গল্প বলার এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তামান্না তিথি। প্রতি পর্বে নতুন নতুন গল্প নিয়ে হাজির হবেন তিনি। যেদিন যে গল্প হবে তার মূল চরিত্র ধারণ করে তিনি গল্প বলবেন এবং অভিনয় করবেন। পাশাপাশি শিশুরাও গল্পের বিভিন্ন চরিত্রের রূপ ধারণ করবে। গল্পকারের বর্ণনা শুনে, সাজানো চরিত্রের অভিনয় দেখে শিশুরা নানা ধরণের প্রতিক্রিয়া দেখাবে। তাদের অনেক ধরণের প্রশ্ন এবং কৌতুহল তৈরী হবে, উপস্থাপিকা সেইসব প্রশ্নের উত্তর দেবেন।

বিজ্ঞাপন

‘কল্প গল্প’ অনুষ্ঠানটি ১৮ জানুয়ারি থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৬ টায় প্রচারিত হবে। প্রযোজনা করেছে নাহিন শফিক।

কল্প গল্প মাছরাঙা টেলিভিশন শিশুতোষ অনুষ্ঠান