নায়িকা হলেন প্রযোজক
১৫ জানুয়ারি ২০২০ ১৬:৩৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৬:৪০
এবার নিজস্ব প্রডাকশন কোম্পানি চালু করলেন বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘মনিকর্নিকা ফিল্ম’ নামের প্রডাকশন কোম্পানিটির উদ্বোধনের খবরটি প্রচার করেছেন কঙ্গনার বোন রাঙ্গোলি চন্ডাল। মনিকর্নিকা নামে কঙ্গনা একটি ছবিও করেছেন সম্প্রতি।
এক টুইটার বার্তায় রাঙ্গোলি লিখেন, আজ আমরা কঙ্গনার স্টুডিও মনিকর্নিকা ফিল্মসের উদ্বোধন করলাম। কঙ্গনা এই প্রডাকশন কোম্পানির মাধ্যমে সিনেমা প্রযোজনা ও পরিচালনা করবেন। এছাড়া কঙ্গনার ভাই অক্ষত রানাউত এই প্রডাকশন কোম্পানির আর্থিক ও আইনি দিক দেখভাল করবেন।
এর আগে ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাসি’ সিনেমায় সহপরিচালক হিসেবে কাজ করেছেন কঙ্গনা। তবে ওই সিনেমায় কঙ্গনার সহপরিচালক কৃশের সঙ্গে ব্যাপক বাকবিতন্ডতা হয় কঙ্গনার। সিনেমাটির অর্ধেক পথে কাজ ছেড়ে দেন কৃশ। এ নিয়ে দুইজন সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে কামান দাগান। এ লড়াইয়ে যোগ দেন কঙ্গনার বোন রাঙ্গোলি চন্ডালও। পরে সিনেমটি রিলিজ হওয়ার পরেও কৃশ-কঙ্গনা একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন।
এবার ওই সিনেমার নামেই প্রডাকশন কোম্পানি খুললেন কঙ্গনারা তিন ভাই বোন মিলে।