Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেমস বন্ড সিনেমার থিম সং’য়ে বিলি আইলিশ


১৫ জানুয়ারি ২০২০ ১৫:১৪

ব্রিটিশ গুপ্তচর কাহিনী অবলম্বনে নির্মিত জেমস বন্ডের নতুন সিনেমা ‘নো টাইম নো ডাই’ এর থিম সং বা মূল গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী বিলি আইলিশ (১৮)। জেমস বন্ডের সিনেমায় হলিউডের সবচেয়ে কনিষ্ঠ এই শিল্পীর গান গাওয়ার খবরটি দর্শকদের চমকে দিয়েছে। একই সঙ্গে সিনেমা জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন সিনেমাটির পরিচালক।

‘বিলি আইলিশ তার ভাইয়ের সঙ্গে এই গানটি লিখেছিলেন। এরপর নিজেই সুর করেন। পরবর্তীতে নো টাইম টু ডাই সিনেমার জন্য মনোনীত করা হয় গানটি’- সম্প্রতি জেমস বন্ডের অফিসিয়াল টুইটার পেজ থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বিলি আইলিশ নিজেও তার টুইটার পেজে ছোট্ট একটি বার্তায় লিখেছেন, ‘জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমার থিম সংয়ের লেখক ও সুরকার বিলি আইলিশ।’

‘নো টাইম টু ডাই’ জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা। বৃটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রাইগকে দেখা যাবে এই সিনেমায়। জেমস বন্ডের সিনেমায় গান গাওয়ার জন্য গ্র্যামিতে দ্বিতীয় সর্ব্বোচ্চ ছয় মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ। নবীন এই শিল্পী জিতে নিয়েছেন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এবং ‘বেস্ট নিউ আর্টিষ্ট’ সম্মাননা।

জেমস বন্ড নো টাইম টু ডাই বিলি আইলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর