Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্ল্যাক প্যানথারকে মিশেলের বার্তা


২১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা অভিনন্দন জানিয়েছে ‘ব্ল্যাক পানথার’ সিনেমার পরিচালককে। মুক্তির এক সপ্তাহ পর ছবিটি দেখেছেন মিশেল। তবে তিনি ভালোবাসার জানানোর আগেই হলিউড বক্স অফিসে শুরু হয়ে গেছে ‘ব্ল্যাক প্যানথার’ তুফান।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) তিনি লেখেনে ‘সিনেমাটি আমার খুব পছন্দ হয়েছে।’ পরিচালককে উদ্দেশ্য করে মিশেল আরো লেখেন, ‘তোমার জন্য, তরুণরা তাদের মতো এক সুপারহিরোকে বড় পর্দায় দেখতে পারছে। এ জন্য তোমাকে ধন্যবাদ।’

মিশেলের আগে এত মানুষ ছবিটি পছন্দ করেছে যে, ধারণা-সমীকরণ সব পাল্টে যাচ্ছে বক্স অফিসের। যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকেই চার দিনে ছবিটি তুলে ফেলেছে ২৩৫ মিলিয়ন ডলার। যেখানে প্রযোজনা প্রতিষ্ঠান ধারণা করেছিলো ১২০ মিলিয়ন ডলার।

মিশেলের সঙ্গে যুক্ত হয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত পরিচালক প্যাটি জেইকেন্স। তিনি লেখেন, ‘ব্ল্যাক প্যানথারকে অনেক ধন্যবাদ। তাদের এই অভাবনীয় সাফল্যে আমি খুব আনন্দিত। তোমরা সত্যি একদিন পৃথিবীকে পরিবর্তন করে ফেলবে।’

মারভেল কমিক থেকে নির্মিত হয়েছে সুপারহিরো ঘরানার ছবিটি। সেন্ট্রাল আফ্রিকান শাসকদের বিরুদ্ধে এক যোদ্ধার ফিকশনাল গল্প এটি।

সারাবাংলা/পিএ

ব্ল্যাক প্যানথার মিশেল ওবামা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর