বিয়ে করছেন দেব, নাকি স্টান্ডবাজি!
১৪ জানুয়ারি ২০২০ ২০:৪৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১১:২৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আপলোড করেছেন দেব। বিয়ের কার্ডের আদলে ডিজাইন করা ছবির মাঝে বরাবর লিখা ‘শুভ বিবাহ’। উপরে লিখা ‘শ্রী শ্রী প্রজাপতয়ে নম’। ছবির ক্যাপশনে লিখেছেন ‘কেউ ফাঁস করার আগে আমি নিজেই জানিয়ে দিলাম’।
তাহলে কি ‘খোকাবাবু’ অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ‘ককপিট’-এ বসিয়ে প্রেমিকা রুক্মীনিকে নিজের সংসারে নিয়ে যাবেন? যদিও রুক্মীনিকে বরাবরই ‘ভালো বন্ধু’ বলে সম্পর্কের কথা এড়িয়ে গেছেন। কিন্তু কেনিয়ায় একসাথে বেড়াতে যাওয়া কিংবা এখানে ওখানে ডেট করে বেড়ানো, এসব কি চোখ এড়ায়।
টলিউড সুপারস্টারকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে ‘কবে বিয়ে করছেন?’ ততবারই বলেছেন ‘খুব শিগগিরই সাত পাকে বাঁধা’ পড়বেন। সে শিগগির তাহলে এ সপ্তাহেই!
কিন্তু এ বিষয়ে মুখ খুলছেন না দেব। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। কলকাতার কোন পত্রিকাও এ নিয়ে নিশ্চিত খবর দিতে পারছে না। তাই অনেকে ধরে নিচ্ছেন দেব হয়ত ‘শুভ বিবাহ’ নামে কোন ছবি করছেন। তার প্রচারণার জন্য এ স্টান্ডবাজি!দেখা যাক আগামী কয়েকদিনেই হয়ত এর রহস্য উন্মোচিত হবে।