Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারদিনে ১৫০ কোটি, রজনীকান্তের বিস্ময়কর শুরু


১৪ জানুয়ারি ২০২০ ১৭:০৩

প্রথম চারদিনে বিশ্বজুড়ে বক্স অফিসে রজনীকান্তের ক্রাইম থ্রিলার ‘দরবার’-এর আয় দাঁড়িয়েছে ১৫০ কোটি রূপি। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রডাকশন এক ঘোষণায় এই খবর জানিয়েছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ শেষ হতে হতে এই অংক নিশ্চিতভাবে ২০০ কোটি ছাড়িয়ে যাবে।

এ আর মুরুগাদোসের পরিচালনায় দরবার সিনেমাটি রিলিজ দেওয়া হয়েছিলো তিনটি ভাষায়। তামিল ও তেলেগু ভাষায় সিনেমাটি দুর্দান্ত সাফল্য দেখালেও হিন্দি ভাষার সংস্করনটি বাজারে কিছুটা ধুকছে বলে জানায় বক্স অফিস। বিশেষ করে তামিল ভাষাভাষী অঞ্চলে স্বপ্নের মত শুরু করেছে দরবার। বক্স অফিসের তথ্যমতে আয়ের সিংহভাগই এসেছে তামিলনাড়ু অঞ্চল থেকে।

বিজ্ঞাপন

সিনেমাটিতে রজনীকান্ত পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার মধ্য দিয়ে ২৫ বছর পর পুলিশের চরিত্রে অভিনয়ে ফেরা হলো রজনীকান্তের।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এ আর মুরুগাদোস ও সুপারস্টার রজনীকান্তের একসঙ্গে এটাই প্রথম সিনেমা। জানা গেছে, এই প্রকল্পের সাফল্য দেখে ইতিমধ্যে রজনী-মুরুগাদোস জুটি নতুন প্রকল্পের পরিকল্পনা শুরু করে দিয়েছেন।

ছবি তামিল দরবার বলিউড মুভি রজনীকান্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর