Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ বছরে করণ-অর্জুন, রিমেক আলোচনায় ঋত্বিক-রণবীর


১৩ জানুয়ারি ২০২০ ১৩:১৪

বলিউডের দিন পাল্টে গেছে। পাঁচ বছর আগেও যেখানে এক ছবিতে দুই বড় হিরোকে নিয়ে কাজ করতে গিয়ে পরিচালককে হিমশিম খেতে হতো, সেখানে তারকরা এখন স্বাচ্ছন্দেই বহু নায়কের ছবিতে নাম লেখাচ্ছেন।

২৫ বছর আগে, করণ-অর্জুন ছবির মাধ্যমেই স্ক্রিন শেয়ার করেছিলেন হার্টথ্রুব শাহরুখ-সালমান। তারপর এক দশক বলিউডে চলেছে একক নায়কের উত্থান। স্ক্রিনশেয়ার করতে ইগো সমস্যায় ভুগেছেন অনেক বড় নায়কেরা।

করণ-অর্জুন ছবির ২৫ বছর পূর্তিতে ছবির প্রযোজক-পরিচালক রাকেশ রোশনের কাছে বলিউড হাঙ্গামার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, তিনি এই ব্লকবাস্টার ছবি রিমেক করতে আগ্রহী কি না? রিমেকের ক্ষেত্রে নায়ক হিসেবে কাদের নিতে চান?

রাকেশ রোশন জানিয়েছেন, এখনকার অনেক নায়কই করণ-অর্জুন চরিত্রে ভালো করবে। ঋত্বিক তো আছেই, তার সাথে রণবীর কাপুর থাকতে পারে। এমনকি ঋত্বিকের সাথে রণবীর সিংও ভালো করবে বলে তিনি বিশ্বাস করেন।

বলিউডের মোস্টওয়ান্টেড তিন নায়কের মধ্যে যেকোনো দুইজনকে একই ছবিতে অভিনয় করতে দেখার জন্য ভক্তরা নিঃসন্দেহে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে।

করণ-অর্জুন বলিউড রাকেশ রোশন রিমেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর