Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলিকা’র ‘ভালোবাসি বোল’


১৩ জানুয়ারি ২০২০ ১০:১৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ২৩:৩৯

নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী কমলিকা চক্রবর্তী। ‘ভালোবাসি বোল’ শিরোনামের এ গানটি প্রকাশ পেয়েছে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন অটমনাল মুন।

কমলিকা চক্রবর্তী সংগীতের সঙ্গে আছেন সেই ছোটবেলা থেকেই।  সংগীতে হাতেখড়ি তার মায়ের কাছে। পরবর্তীতে তালিম নিয়েছেন পণ্ডিত দিননাথ মিশ্র, হৈমন্তী শুকলা, পণ্ডিত অজয় চক্রবর্তী ও কল্যাণ সেন বরাটদের মতো প্রখ্যাত সংগীতশিল্পীদের কাছে। ক্ল্যাসিকাল নজরুল সংগীতে ছয় বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন চন্ডীগড় কলাকেন্দ্র থেকে। বর্তমানে গৌতম ঘোসালের কাছে তালিম নিচ্ছেন কমলিকা।

বিজ্ঞাপন

‘ভালোবাসি বোল’ গানটি নিয়ে শিল্পী কমলিকা চক্রবর্তী জানালেন, ‘গানটি পুরোই উচ্ছ্বাস নির্ভর।  গানের সুরে আর কথা আছে গ্রাম বাংলার আবহ আর সংস্কৃতির ছোঁয়া।’

কমলিকা চক্রবর্তী নজরুল সংগীত ছাড়াও রবীন্দ্র সংগীত, আধুনিক ও লোক সংগীত পরিবেশনেও পারদর্শী। আগামীতে রবীন্দ্রনাথের কিছু গান গাওয়ার পরিকল্পনা আছে বলেও জানান এই শিল্পী।

কমলিকা চক্রবর্তী ভালোবাসি বোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর