Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতি নিচ্ছেন ফারহান


১২ জানুয়ারি ২০২০ ১৪:০০

বিয়েটা বছরের শুরুতেই হয়ে যাওয়া কথা ছিল। কিন্তু ফারহান আখতার তার নতুন ছবি ‘তুফান’ নিয়ে এতোটাই ব্যস্ত যে পিছিয়ে দিতে হলো তারিখ। ‘তুফান’ মুক্তি পাবে চলতি বছরের অক্টোবরে। তারপরই ফের বিয়ে পিড়িতে বসতে যাচ্ছেন ফারহান।

পাত্রী প্রেমিকা অভিনেত্রী-সঞ্চালক শিবানী দান্ডেকর। এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।

২০২০-এর শেষের দিকে বিয়ের কাজটা সেরে ফেলতে চান ফারহান-শিবানী। আর বিয়ে সারতে হলে তো কেনাকাটাও সারতে হবে। ইতিমধ্যেই নাকি তুমুল কেনাকাটাও শুরু করে দিয়েছেন হবু এই দম্পতি।

তবে বিয়ে করতে দেরি হলেও, শোনা যায়, আটিং বদলের কাজটা নাকি ১৯-এর শুরুতেই সেরে রেখেছেন শিবানী-ফারহান। আর কাজটা হয়েছে অত্যন্ত গোপণীয়তার সাথে।

শিবানীর প্রথমবার হলেও এর আগেও বিয়ে করেছেন ফারহান আখতার। ২০০০ সালে তারকা হেয়ার স্টাইলিস্ট আধুনা ভবানীকে বিয়ে করেছিলেন তিনি।  শাক্য এবং আকিরা নামে দুই মেয়ে আছে তাদের।

২০১৭ সালের দিকে ভবানী-ফারহানের বিচ্ছেদ ঘটে। কেউ কেউ বলেন শিবানীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরার কারণে ফারহান-ভবানীর বিচ্ছেদ হয়।  কারও কারও মতে বিচ্ছেদের পরেই শিবানীর সঙ্গে সম্পর্কে জড়ান ফারহান।

তুফান ফারহান আখতার বলিউড বিয়ে শিবানী দান্ডেকর