Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর মতো আনুশকাও হচ্ছেন ক্রিকেটার


১১ জানুয়ারি ২০২০ ১১:৫৪

স্বামী পৃথিবীর সেরা ক্রিকেটারদের একজন। এবার তিনি নিজেও সেই পথে হাঁটলেন। তবে বাস্তবে নয়, পর্দায়।

হ্যাঁ, বলা হচ্ছে আনুশকা শর্মার কথা। ভারতীয় মহিলা পেসার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন আনুশকা। এমন খবর আগে জানা হলেও নতুন খবরও আছে। আর তা হচ্ছে, শনিবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে ছবির শুটিং শুরু করছেন আনুশকা। বল হাতে ইডেনে নামতে দেখা যাবে আনুশকাকে।

গেলো কয়েক মাস ঝুলনের অঙ্গভঙ্গি, অ্যাকশন, ডেলিভারি এসব রপ্ত করা চেষ্টা করেছেন আনুশকা। নিশ্চয়ই স্বামী বিরাট কোহলিও সাহায্য করেছেন তাকে তারপরও আনুশকাকে সাহায্য করতে ঝুলন গোস্বামীও নাকি থাকবেন ইডেনের মাঠে।

পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গোস্বামী প্রথম নারী ক্রিকেটার বলিউডে যার বায়োপিক হচ্ছে। বায়োপিকের নাম ‘চাকদহ এক্সপ্রেস’। মজার ব্যাপার হচ্ছে ছবিটি পরিচালনা করছেন কে, সেটি এখনো জানা যায়নি।

আনুশকা শর্মা ঝুলন গোস্বামী বলিউড বায়োপিক বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর