Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ বছর পুলিশ হওয়া রজনীকান্তের আরেকটি সুপারহিট


১০ জানুয়ারি ২০২০ ২০:০২

তামিল ভাষাভাষী অঞ্চলে সুপারস্টার রজনীকান্তের সিনেমা মানেই হলের দর্শকসারিতে তিল ধারণের জায়গা না থাকা। এবারও কি তাই হলো? সরেজমিনে গিয়ে সিনেমা হলের হাল দেখা না গেলেও বক্স অফিস বলছে, প্রথম দিনেই বাজিমাত করেছে রজনীকান্তের নতুন তামিল থ্রিলার ‘দরবার’।

শুক্রবার (১০ জানুয়ারি) ‘দরবার’ রিলিজের প্রথম দিনেই সিনেমাটি তামিলনাড়ু বক্স অফিসে ২০ কোটি রূপি তুলে নিলো নিজের ঝুলিতে। খবর হিন্দুস্থান টাইমস।

বিজ্ঞাপন

‘দরবার’ সিনেমাটি লাইকা প্রডাকশনের প্রযোজনায় নির্মিত। রিলিজের প্রথম দিনে তেলেগু রাজ্যেও বড় দান মেরেছে ‘দরবার’। ওই রাজ্যে প্রথম দিনে সাড়ে সাত কোটি রূপি আয় করেছে সিনেমাটি। সপ্তাহ শেষ নাগাদ এ সিনেমাটির শতকোটি আয় ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দরবারে তামিল সুপারস্টার রজনীকান্ত একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। এই চরিত্রে অভিনয় করার মাধ্যমে ২৫ বছর পর পুলিশের চরিত্রে ফিরলেন রজনীকান্ত। বিখ্যাত সিনেমা নির্মাতা এ আর মুরুগাদসের সঙ্গে রজনীকান্তের এটাই প্রথম কাজ।
এদিকে খবর রটেছে, রজনী-মুরুগাদস জোটি আরেকটি নতুন প্রকল্পে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।

দরবার রজনীকান্ত হিট