Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘বীর দি ওয়েডিং’র সিক্যুয়েল


১০ জানুয়ারি ২০২০ ১৪:৪১

বন্ধুত্ব নিয়ে বলিউডে অনেক ছবি হলেও নারীদের নিজের মধ্যকার বন্ধুত্ব নিয়ে খুব কম ছবি হয়েছে। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বীর দি ওয়েডিং’র কথা এখনও দর্শকদের মনে রয়েছে। ছবিটি বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলো এবং বক্স অফিসে হিট তকমা পেয়েছিলো।

‘বোল্ড ও ইন্টারেস্টিং’ কনসেপ্টের ‘বীর দি ওয়েডিং’-এ কারিনা কাপুর, সোনাম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া অভিনয় করেছিলেন।

দর্শকরা অনেক যাবত অপেক্ষা করছিলেন কবে ‘বীর দি ওয়েডিং ২’র ঘোষণা আসবে। অবশেষে সিক্যুয়েলটির কথা জানা গেলো এবং তা জানিয়েছেন কারিনা কাপুর নিজেই।

‘পিংকভিলা’র সাথে এক সাক্ষাতকারে ‘বেবো’ জানিয়েছেন প্রযোজক রেহা কাপুর ‘বীর দি ওয়েডিং’র সিক্যুয়েলের প্ল্যানিং করছেন। এ বছরেই ছবিটির শুটিং শুরু হবে এবং আগামী বছর এটি মুক্তি পাবে।

বর্তমানে কারিনা ‘গুড নিউজ’র বক্স অফিস সাফল্য উপভোগ করছেন। এটি ইতোমধ্যে বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। এছাড়া বলিউডের এ ‘গসিপ গার্ল’কে দেখা যাবে করন জোহরের পিরিয়ডিক সিনেমা ‘তাখত’-এ।

কারিনা কাপুর বীর দি ওয়েডিং ২ শিখা তালসানিয়া সোনাম কাপুর স্বরা ভাস্কর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর