Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন নাট্যোৎসবে শব্দাবলী


৯ জানুয়ারি ২০২০ ১৬:০২

ভারতে অনুষ্ঠিত তিনটি নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে দেশের জনপ্রিয় নাট্যদল শব্দাবলী। উৎসবগুলোতে তারা পরিবেশন করবে তাদের ৬৩ তম প্রযোজনা বিখ্যাত আমেরিকান নাট্যকার ইউজিন ও’ নিল-এর কালজয়ী নাটক ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস’।

আগামী ১১ জানুয়ারি ত্রিপুরার কাকড়াবন দেশবন্ধু সংঘ ও অভিমুখ এই দুই সংগঠনের যৌথ আন্তর্জাতিক নাট্যোৎসব ‘নাট্যসৃজন ৪’ এর উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেওয়ার মধ্য দিয়ে শব্দাবলী শুরু করবে তাদের নতুন বছরের নাট্যযাত্রা। এরপর ১২ জানুয়ারি ধর্মনগরে ‘ষষ্ঠ নাট্যমঞ্চ নাট্যোৎসব ২০২০’ ও ১৩ জানুয়ারি ‘শেখর স্মৃতি নাট্যোৎসব ২০২০’-এ তারা মঞ্চস্থ করবে নাটকটি।

বিজ্ঞাপন

‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস্’ ইউজিন ও’নীল এর এক অনবদ্য সৃষ্টি। প্রায় শত বছর আগের হলেও গল্পটি সবার কাছে বর্তমান। একই সাথে প্রেম, হিংসা, যৌনতা, লালসা, চতুরতা, সংঘাত এবং মৃত্যুর প্রকাশ রয়েছে নাটকের গল্পে।

নৈতিকতার চিহ্নবিহীন সমাজে আমরা প্রতিদিন দেখছি ভ্রূণ হত্যা, নারীরা কেবল ভোগের সামগ্রী, উত্তরাধিকার তৈরির চেষ্টায় অনৈতিকতাকে প্রশ্রয়, অসম বিবাহ এবং অসম বাসনার রূপদানের অসংগতি। সমাজ বাস্তবতার সাথে মিল রেখে নাট্যকারের শত বছর আগের চিত্রায়িত ক্যানভাস আজও আমাদের জীবনে বিদ্যমান। ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস্’ আমাদের সমাজ বাস্তবতায় ঠিক কতটা মিলে গেছে তার থেকে বরং আমরা কিভাবে ভাবি বা আমাদের ভাবিয়ে নিয়ে চলেছে সেদিকটা তুলে ধরার চেষ্টা হয়েছে।

শব্দাবলী’র ৬৩ তম প্রযোজনা ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস্’ নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী এবং পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন তরুন নাট্য নির্দেশক ফজলুর রহমান পলাশ। উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন – বুলবুল আহম্মেদ জয়, আনোয়ার শামীম, নাবিলা নাসরিন, শহীদুল ইসলাম শিশির, ইয়াছির আরাফাত, জহিরুল ইসলাম ও টি আই তপু।

বিজ্ঞাপন

ডিজায়ার আন্ডার দ্যা এলমস নাট্যোৎসব শব্দাবলী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর