তুলিতে, ছবিতে গান্ধী@১৫০
৮ জানুয়ারি ২০২০ ১৯:২২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ২০:৫১
শিল্পকলা একাডেমির সহযোগিতায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন মহাত্মা গান্ধী সার্ধশত বার্ষিকী উপলক্ষে ‘গান্ধী@১৫০’ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে। ৭ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত দশ দিনব্যাপী এই প্রদর্শনীটি চলবে একাডেমির চারুকলা ভবনের ৪ নং গ্যালারিতে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) মহাত্মা গান্ধীর প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন হয়। নোয়াখালী ও জামালপুরে দু’টি গান্ধী আশ্রম অবস্থিত। তাই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জামালপুরের সাংসদ মির্জা আজম এবং নোয়াখালীর সাংসদ এইচ. এম. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গান্ধীবাদী চিন্তাবিদ জনাব সৈয়দ আবুল মকসুদ। ডেপুটি হাই কমিশনার শ্রী বিশ্বদীপ দে এবং অন্যান্য অতিথিরা ‘গান্ধী@১৫০’ শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের সম্মাননা জানান।
প্রদর্শনীর শিল্পকর্মগুলো গত ১২-১৫ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশের সিলেট বিভাগের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ‘গান্ধী@১৫০’ আর্ট ক্যাম্পে তৈরি করা হয়েছিল। বাংলাদেশের ১৫ জন তরুণ শিল্পী এই ক্যাম্পে অংশগ্রহণ নেন। আর আর্ট ক্যাম্পের উপদেষ্টা ছিলেন চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রোকেয়া সুলতানা।
দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দানকালে মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন পর্যায় ফুটে উঠেছে এই চিত্র প্রদর্শনীতে। শিল্পীরা সত্য ও অহিংসার মত গান্ধীজীর বিভিন্ন দর্শনকে ভাস্কর্য, চিত্রকর্ম, বাটিক, ধাতব ও কাঠের বিভিন্ন মাধ্যমে ফুটিয়ে তুলেছে।
ছবিঃ আশীষ সেনগুপ্ত