Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইগো নাকি বাজেট?


৭ জানুয়ারি ২০২০ ১৯:০১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ১৯:১১

বলিউডের তিন স্তম্ভ তিন খান- শাহরুখ, সালমান আর আমির খান। অবাক বিষয় হচ্ছে এই তিন তারকা সমসাময়িক হলেও তারা কখনো একসাথে স্ক্রিন শেয়ার করেননি। সালমান আর শাহরুখ একসঙ্গে এক ছবিতে অভিনয় করলেও সর্বশেষ তা ঘটেছে ২০০২ সালে। অর্থাৎ ১৭ বছর আগে। এরপর বাতাসে নানা কথা শোনা গেলেও তিন খান তো দূরে, দুই খানও একত্রে ছবি করেননি।

অন্যদিকে অভিনয় জীবনের ত্রিশ বছর কাটিয়ে দিলেও একসঙ্গে অভিনয় করা হয়নি আমির-শাহরুখের। পেছনের কারণ কি? বাজেট নাকি ইগোর লড়াই?

বিজ্ঞাপন

শাহরুখ-আমিরের বিষয়ে কিছু না বললেও তিন খানের এক ছবিতে কাজ করা অসম্ভব বলে জানিয়েছেন সালমান খান। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাদের একসঙ্গে কাজ করা কেন অসম্ভব সেটিও জানিয়েছেন সালমান।

সালমানের ভাষায়- তিনি, শাহরুখ আর আমির একসঙ্গে কোনও ছবিতে কাজ করলে সেই ছবির যা বাজেট দাঁড়াবে তা কোনও প্রযোজক সংস্থার পক্ষে দেওয়া প্রায় অসম্ভব। শুধু তাই না, এমন হাই স্টারকাস্ট ছবি মুক্তির জন্য কমপক্ষে ২০০০০ হাজার প্রেক্ষাগৃহের দরকার।
অতগুলো প্রেক্ষাগৃহ কোথায়? পাল্টা প্রশ্ন করেন সালমান।
একেতা ‘বিগ বাজেট’ তার ওপর ‘বিগ নেমস’ সব মিলিয়ে এক ছবিতে তিন খানকে এক করা কঠিনই না প্রায় অসম্ভব। যুক্তি সালমানের।

সালমানের যুক্তিকে অবশ্য ফেলেও দেওয়া যায় না।

আমির খান বলিউড শাহরুখ খান সালমান খান

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর