ভালোবাসা দিবসে ‘জয় অব লাভ’
৭ জানুয়ারি ২০২০ ১৮:১৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ১৯:০০
আবু হুরায়রা তানভীর কয়েকজন বন্ধু নিয়ে গাড়িতে নিয়ে ঘুরতে বের হন। চলন্ত পথে সবাই নানাভাবে মজা করছে। হঠাৎ তাদের গাড়ির সামনে এক লোক এসে পড়েন। তাকে দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তানভীরের সাথে সারিকা সাবার পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব ও ভালো লাগা, প্রেম। দুজন দুজনকে যখন জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করে তখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় তানভীরের বন্ধু অনামিকা।
এমনই গল্পে নবীন নির্মাতা আলক হাসান নির্মাণ করেছেন একক নাটক ‘জয় অব লাভ’। কাহিনি ও চিত্রনাট্য করেছেন সুস্ময় সুমন। রাজধানীর উত্তরা ও ইমপালস হাসপাতালে দুদিন ধরে নাটকটির শুটিং হয়েছে।
অভিনেতা তানভীর নাটকটি নিয়ে বলেন, ‘সকাল প্রচুর শীত। এই শীতে শুটিং করা বেশ কষ্টের। তারপরও আমি খুশি কারণ কাজটি অনেক সুন্দর হচ্ছে।’
পরিচালক অলক হাসান জানালেন ‘জয় অব লাভ’ আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। নাটকটি প্রযোজনা করেছে মিরাকি এন্টারটেইনমেন্ট।