Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ রক্ষার সচেতনতায় ‘প্রকৃতি মেলা’


৪ জানুয়ারি ২০২০ ২১:৪৯

‘মানুষ বাড়ার সাথে সাথে মানুষের হিংস্র থাবা প্রকৃতির ওপর পড়ছে। যে দেশে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ, সেখানে প্রকৃতি প্রচণ্ড হুমকির মুখে। বর্তমানে আমরা প্রকৃতির প্রতি যে বৈরি আচরণ করছি তা আমাদের নিজেদের জীবনের জন্যই হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমের পাশাপাশি সবাইকে পরিবেশ-প্রকৃতি রক্ষায় কাজ করতে হবে।’ —পরিবেশ নিয়ে এমনই অভিমত জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার (৪ ডিসেম্বর) চ্যানেল আই প্রাঙ্গণে ‘প্রকৃতি মেলা’র উদ্বোধন শেষে তিনি আরও বললেন, ‘এ ধরণের মেলার মাধ্যমে প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়াতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

বিজ্ঞাপন

চ্যানেল আই প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘প্রকৃতি মেলা’র। এটি তাদের নবম আয়োজন। দিনভর মেলায় ছিল প্রকৃতি রক্ষায় সচেতনতা বিষয়ক সঙ্গীত, ক্যারেক্টার শো, জলতরঙ্গ, চিত্রাঙ্কন, গম্ভীরা, কবিগান, পুতুল নাচ, মূকাভিনয়, আলোকচিত্র প্রদর্শনী ও নৃত্য পরিবেশনা।

পরিবেশবান্ধব প্রকৃতির সাজ-সরঞ্জাম নিয়ে মেলায় অংশগ্রহণ ছিল বিভিন্ন প্রতিষ্ঠান, নার্সারি, হস্ত ও কুটির শিল্প, নানাপ্রজাতির সামুদ্রিক মাছ, পিঠা-পুলির স্টল। খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি প্রকৃতি নিয়ে ছবি একেছে শিশুরা।

এবারের মেলায় রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ‘এনভাইরোমেন্ট সিটি অব দ্যা ইয়ার’ পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কার গ্রহণ করেছেন রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন। এছাড়াও সেভ ন্যাচার অ্যাওয়ার্ড দে্য়ার হয়েছে আরণ্যক ফাউন্ডেশনকে। তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বিজ্ঞাপন

কৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি মেলা