শুরু হলো ‘মায়া’র শুটিং
২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মাসুদ পথিকের দ্বিতীয় সিনেমা ‘মায়া: দ্য লাস্ট মাদার’। শুরু হলো সিনেমার শুটিং। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে সিনেমার দৃশ্যধারণ।
সকাল থেকে রাজধানীর শাহবাগে চলছে সিনেমার শুটিং। প্রথমদিনেই অংশ নিয়েছেন কলকাতার অভিনেত্রী মুমতাজ সরকার। মুমতাজ উপমহাদেশের প্রখ্যাত যাদুশিল্পী পিসি সরকারের কন্যা। দেশের খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে আবর্তিত হয়েছে ছবির কাহিনী।
সিনেমায় আরো অভিনয় করছেন প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, রানী সরকার। সিনেমায় প্রায় ২০ জন কবি অভিনয় করার কথা রয়েছে। ঢাকা ও নরসিংদীর রায়পুরার বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং।
ব্রাত্য চলচ্চিত্র নিবেদিত ‘মায়া’ ছবিটি ২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদান পায়।
সারাবাংলা/পিএ